পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছড়া:স্বাধীনদেশে এ কি?

ছবি
সংবাদের হেডলাইনে প্রতিদিন দেখি গুম হত্যা ডাকাতি হচ্ছে দিবারাত্রি। শহরে পেরিয়ে গ্রামে আজ নেই কোন শান্তি স্বাধীন দেশে এসব অহরহ ক্লান্তি। মাঝরাতে আঁতকে ওঠি কোথায় হল কি? গভীর রাতে খুন হয়ে যায় নিরাপরাধ মিলকী। সোনার দেশে শকুন হাঁটে দুর্বলরা ভয়ে, দোয়া করি যেন দেশে শান্তির ফুল দোলে।

রোমান্টিক কবিতা ( At the time of Class Nine)

ছবি

ছড়া

ছবি
মায়ার দেশ এই আমাদের নদীর দেশে থাকবে কৃষক থাকবে চাষা এই আমাদের পরীর দেশে বাউলরা গায় খাসা। এই আমাদের ফলের দেশে স্বপ্ন স্বাধীন বাংলাভাষা। এই আমাদের ফুলের দেশে ফুটবে কুঁড়ি নতুন আশা, এই আমাদের বনের দেশে জ্বলবে প্রদীপ আলোক আসা এই আমাদের ধানের দেশে বাস্তবতার মায়ায় ভাসা। (ক্লাস নাইনে থাকতে লিখা)

মানুষ হতে না পারার একটা কারন।

"সে অনেকাল আগের কথা। একদেশে ছিল এক রাজা।"-এতটুকু বলার পর আমরা বাকীটুকু শোনার জন্য প্রস্তুত হয়ে যাই,পুরো গল্পটা শুনে বিনোদন নিতে চাই।সে রাজার নাম কি ছিল তাও জিজ্ঞাসা করি না।আর এ জন্যই একটা জিনিস থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারলাম না।

কারেন্ট নিউজ এ ছাপানো

ছবি
ছবি
আগে একরকম পরে অন্যরকম। 
ছবি
মশা মাছির যুদ্ধ। (সবুজের মেলাতে ছাপনো।)