পোস্টগুলি

অক্টোবর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেন লেখক হলাম না

নতুন করে আর কি লিখব সবি তো পুরানো হয়ে গেছে।নতুন বলতে আসলে কিছুই নেই ,যা কিছু আছে তা সব পুরান কেই নতুন করে লিখা হয়।কোন লিখার যদি ডিএনএ টেস্ট করানো যেত তাহলে দেখা যেত কোন না কোন নাইট্রোজেন বেস এর মিল পাওয়া যাচ্ছে ।কিন্তু আমরা এটা পারিনা বলেই সব নতুন মনে হয়।যাই হোক যেটা বলছিলাম নতুন বলে আসলে কিছু নেই।এটা বলার একমাত্র কারন হচ্ছে আমি লেখক হতে না পারা।আমি ভেবেছিলাম বড় হয়ে লেখক হব।কিন্তু কি লিখব সবি তো লিখে গেছেন রবীন্দ্র ,নজরুল।তারা সব লিখে শেষ করে ফেছেন।তাই আমি ভাবলাম লেখক করে আর কি করব।যা লিখব তাই তো পুরান লিখা হয়ে যাবে! যারা  এতক্ষন এই লেখাটা পড়ে টাইম ও ডাটা লস করেছেন তাদের কাছে দু;ক্ষ প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকলো না।