পোস্টগুলি

জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার বন্ধুদের রিভিও

সিফাত : এই ছেলেটা মাঝে মাঝে সিরিয়াসনেস দেখালেও তার ভিতরে কোন সিরিয়াস্নেস কাজ করে না।সবকিছু গা ছাড়া ভাব। সাব্বির: বন্ধুদের টিটকারি দেওয়ায় সেরা। এটা মনে হয় ওর জিনগত সমস্যা। সায়েম: এই ছেলেটা আপনার কথাকে যথেষ্ট গুরুত্ব দেবে।এবং ফেসবুকে আপনার পোষ্টে অবশ্যই কমেন্ট করে বাঁশ দিবে।ট্রিট আদায় করতে এইছেলেটা সেরা। আতিক: এই ছেলেটা অত্যন্ত আধুনিক। দেখে মনে হবে কোন সিরিয়াস্নেস নাই।যুক্তিদিয়ে তর্ক করলেও শেষপর্যন্ত পরাস্ত হয়। পুলক :পুলক আপনার সাথে কথা বলবে তথ্য প্রমানসহ।জিকে মানে জেনারেল নলেজ এ আপনি তাকে হারাতে পারবেন না।৪২ তম বিসিএসে ক্যাডার হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মতিউর: মতিউর অন্যকে প্রভাবিত করে না নিজে প্রভাবিত হয়।রাগ করলে তাকে তাকে সত্যিকার নোয়াখাইল্লা মনে হয়। শোভন: শোভন গল্প করার সময় মূল গল্পের বিষয় বাদ দিয়ে বাইরের বিষয় নিয়ে আরো ২-৩ টা গল্প করে ফেলবে।তবুও মুল বিষয়ে সে পোঁছাতে পারে না।মাঝে মাঝে অদ্ভুত বিষয়ের অবতারণা করে। ইউছুপ: এই ছেলেটা আপনার প্রতিটি কথায় ভুল ধরতে সক্ষম।ছোটবেলা থেকে অত্যন্ত লক্ষি হলেও প্রেম বিষয়ক জটিল বিষয়ে যে তার সাবকন্সিয়াস মাইন্ড একসময় সাড়া দেবে তা কেউ ভাব