পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুক রিভিও

ছবি
'সংগঠন ও বাঙালি' --আবদুল্লাহ আবু সায়ীদ রবীন্দ্রনাথ লিখেছেন "বিশ্বকর্মা যেখানে চারকোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন যেখানে হঠাৎ দুই একজন মানুষ গড়িয়া বসেন, কেন তাহা বলা কঠিন"। বাঙালির এ কঠিন দুর্বোধ্য আচরণের মর্ম আবদুল্লাহ আবু সায়ীদ সুনিপুণভাবে ব্যক্ত করেন 'সংগঠন ও বাঙালি গ্রন্থে। সংগঠন এর প্রতি বাঙালির অনাগ্রহ, দূর্বলতা, অনভিজ্ঞতা পর্যবেক্ষণ করে এ গ্রন্থে সুন্দরভাবে তুলে ধরেন। একাকিত্ব, আত্ন সর্বস্বতা, হীনমন্যতা ইত্যাদি কারন হল আমাদের সংঠিত হতে না পারার মূল কারন। আরামপ্রিয় জাতি হিসাবে আমরা নতুন উদ্যমে কোন কাজ শুর করতে সদা পিছপা। আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বল,দলের চেয়ে রাষ্ট্র বড়। কিন্তু কাছের ক্ষেত্রে তার বিপরীতে হওয়ায় রাষ্ট্র নামক বৃহত্তম জাতীয় সংগঠনটি গড়ে তুলতে পারি নি।শক্তপোক্তভাবে জাতীয় কাঠামোটি স্থাপন করতে না পারায় আজ আমাদের সমাজে নানা অসংগতি। জনস্বার্থ গড়ে তোলা সংগঠন দিনশেষে ব্যক্তি স্বার্থের দিকে ধাবিত হয় হয়ত এ কারনেই। 'সংগঠন ও বাঙালি' জাতির একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যধির ইতিহাস।সকল দুর্বলতা ও সংকীর্ণমনা ছাড়িয়ে সূক্ষ অন্তর্দৃষ্টির মাধ্যমে বা