পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
দ্যা মেসেজ ইসলাম ধর্ম সংগঠিত হওয়ার পটভূমিতে রচিত দ্যা মেসেজ । সিরিয়ান চলচিত্রকার মোস্তফা আল আকদ এই চলচিত্রে মুসলিমদের চরম প্রতিকূল পরিবেশে সংগঠিত হওয়ার বিষয়টি এই চলচিত্রের মাধ্যমে তুলে ধরেন। এই চলচিত্রে ফুটে ওঠে প্রাক ইসলামিক যুগে ইসলাম গ্রহনকারিদের দুঃখ কষ্ট , নির্যাতিত-নিপীড়িত, যুদ্ব বিগ্রহে জীবনের ইতিহাস, আল্লাহ ও মোহাম্মদ এর উপর বিশ্বাস রেখে ইসলামের শক্তিকে বুকে ধারন করে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় তা দেখা যায়। অসীম ধৈর্য ও মনোবল নিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুসলিমরা কিভাবে তাদের শত্রুদের পরাস্ত করে তা আমরা এই চলচিত্রে দেখতে পাই। ইসলামের লক্ষ্য হল শান্তি ও সমাজে ন্যয়নীতি প্রতিষ্ঠা তা এই চলচিত্রে ফুটে ওঠে। চলচিত্রে শুরুতে ইসলাম গ্রহণকারীদের অসহায়, বিপর্যস্ত ও নির্যাতিত অবস্থায় দেখতে পাই। ইসলাম ধর্ম প্রচারে মক্কার লোকদের প্রবল বাঁধার মুখে পড়ে তা মহানবী (সঃ) এর নির্দেশে তারা মদিনায় আশ্রয় নেন। সেখানে তারা পুন্ররগঠিত হয়। মক্কার লোকদের সাথে তা কয়েকটি যুদ্বে অবতীর্ণ হয়। বদর যুদ্বে মুসলিমরা সহজে বিজয়লাভ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়য়ার পাশাপাশি মনোবল ফিরে পায়। উহুদ যুদ্বে মুসলিমরা জিততে গিয়ে