রম্যঃ মাছির সাথে সাক্ষাতকার

-হাসানুল করিম

সাংবাদিকঃ আপনি কেমন আছেন ?
মাছি -পঁচা খাবারের দুর্গন্ধে খুব ভালই আছি।
সাংবাদিক- আপনার প্রিয় খাবার কি ?
মাছি- বাসি খাবার
সাংবাদিক- আপনারা যে খাবারে রোগ জীবানু ছড়ান এটাতো মানুষের জন্য ক্ষতিকর।
মাছি- ক্ষতির কি দেখলেন সবই তো মানুষের জন্য লাভ।
সাংবাদিক- কিভাবে ?
মাছি- ধরুন মানুষ রোগ জীবানু যুক্ত খাবার খেয়ে ডায়রিয়া, আমাশায় রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ফলে বাংলাদেশে জনসংখ্যা নিয়ে যে সমস্য তা দিন দিন কমে যাচ্ছে।
সাংবাদিক- তার মানে আপনি বলতে চান জনসংখ্যা কমলে দেশের লাভ।
মাছি- ইয়েস।
সাংবাদিক- আপনারা সব সময় ভন ভন করেন কেন ?
মাছি- তার আগে আপনি বলেন আপনারা সব সময় গান করেন কেন ?
সাংবাদিক- আচ্ছা সাক্ষাৎকার কি আমি আপনার নিচ্ছি না আপনি আমার নিচ্ছেন।
এমন সময় একটা কাক উড়ে গেল এবং কা কা করে ডাকতে লাগল।
মছি- দেখুন উনার প্রিয় খেলোয়াড় কাকা বলে সারা দিন কাকা করে ডাকে।
সাংবাদিকঃ আচ্ছা বলুন তো মাছি সাংবাদিক.কাক এর মধ্যে মিল কোথায়?
মাছি- তিন জনই ঘটনাস্থলে তাড়াতাড়ি যেতে উস্তাদ।
সাংবাদিক- আপনারা ভন ভন করেন মানুষদের মধ্যে যারা প্রেম করে তাদের বক বকের মত।
মাছি- আপনার ফাউ ফেচাল রাখেন। ঐদিকে চায়ের দোকানে একটা চক্কর দিতে হবে।
সাংবাদিক-সাক্ষাতকার শেষ হওয়ার আগে সবুজের মেলার পাঠকদের উদ্দেশ্য কিছু বলবেন।
মাছি- আপনারা সবসময় পঁচা, বাসি খাবার খান এবং দেশের স্বাথে সবাই এগিয়ে আসুন।

www.fb.com/hasanulkarim.hasan1

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিজিটাল বাংলাদেশ!